আলমডাঙ্গা থানার ভুয়া সেকেন্ড অফিসার পরিচয়ে পৌর কাউন্সিলরের নিকট ৫ হাজার টাকা দাবি : থানায় জিডি

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার ভুয়া সেকেন্ড অফিসার পরিচয় দিয়ে আলমডাঙ্গা পৌরসভার কাউন্সিলর ডালিম হোসেনের নিকট ৫ হাজার টাকা দাবি করেছে অজ্ঞাত চাঁদাবাজ। মোটরসাইকেল কেনার অজুহাত দেখিয়ে যে ৩টি মোবাইলফোন নম্বর দিয়ে টাকা দাবি করা হয়, পরে সেগুলোর সবই বন্ধ করে রাখা হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ডালিম হোসেনের নিকট গত ১৪ জানুয়ারি অজ্ঞাত ব্যক্তি নিজেকে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার পরিচয় দিয়ে ০১৯৫৭-২৬১৫৫৯ নং মোবাইল থেকে ফোন করে। সেসময় মোটরসাইকেল কেনার অজুহাত দেখিয়ে কাউন্সিলর ডালিম হোসেনের নিকট ৫ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা সে ০১৮৬৮-৬২৩১২৪ নম্বরে বিকাশ করতে বলে। এ ব্যাপারে কাউন্সিলর ডালিম বলেন, পৃথক ৩টি সিম থেকে তার নিকট টাকা দাবি করা হয়। পরবর্তীকালে সে সব নম্বর বন্ধ করে দেয়। আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার ব্যক্তিগত সততা সম্পর্কে ভালো ধারণা আছে মন্তব্য করে কাউন্সিলর বলেন, সেকেন্ড অফিসারের নাম ব্যবহার করে টাকা দাবি করলে প্রথমেই আমার খটকা লাগে। এ ব্যাপারে তিনি আলমডাঙ্গা থানায় জিডি করেছেন।