খবর:(দু দলেরই শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে সংলাপ প্রসঙ্গ)
দেশ চলে যাক রসাতলে
দুই নারী চান ক্ষমতা,
গুলি চালাও লোকের ওপর
কিসের মায়া-মমতা।
গদির আসন দখল করে
কেউ কী ওটা ছাড়েন?
রাগের চোটে ক্ষোভের চোটে
জোরছে গলা ফাড়েন।
দোষের বোঝা কেউ টানে না
পরের ঘাড়ে নামান,
বলতে গেলেই গর্জে ওঠে
র্যাব-বিজিবির কামান।
-আহাদ আলী মোল্লা