চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপি বাড়ি বসে বড়লোক শীর্ষক আউটসোর্সিং প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপি বাড়ি বসে বড়লোক শীর্ষক আউটসোর্সিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে নারীদের তথ্য প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে বাড়ি বসে বড়লোক কর্মসূচির আওতায় ৩৫ জন শিক্ষিত নারীদের আউটসোর্সিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রশিক্ষণে বেসরকারি সংগঠন টিএমএসএস সহযোগিতায় প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব। প্রশিক্ষণে প্রথম স্থান অধিকারী নাসিরা সুলতান মৌকে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মাহমুদুর রহমান মাসুম, সুবর্ণা রাণী সরকার, ফিয়াদ হাসান ও সহকারী ট্রেইনার আসিফ সরোয়ার।