ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা সদরের সাধুহাটি ইউনিয়নের মামুদপুর গ্রামের দারুল ইসলামের বাড়িতে গত ১৪ জানুয়ারি রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা খড়ির গাদায় আগুন লাগিয়ে দিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন অভিযোগ করেছেন। খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে থানা কৃষকলীগের সভাপতি মো. শফিউদ্দীন পিন্টু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তোতা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, আবুনাছের লিটন ও আব্দুল আজিজ সমবেদনা জানাতে দারুল ইসলামের বাড়ি পরিদর্শন করেন।
এদিকে বংকিরা ক্যাম্পের এসআই অজয় জানান, দারুলের বাড়িতে আগুন লেগেছে এমন সংবাদ তো কেউ আমাদের জানাননি। প্রতিবেশীদের কয়েকজন বলেছেন, বাড়ির অদূরেই আখের রস জ্বালিয়ে গুড় করার বাইন আছে। সেখান থেকে উড়ে আসা ফুলকি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।