মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বর থেকে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী নুর ইসলামকে আটক করেছে সদর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে সদর থানা চত্বরে এ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহিনুজ্জামান জানান, দণ্ডবিধির ১৮৮ ধারায় আটক দালাল নুর ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। আটক নুর ইসলাম সদর উপজেলা আমদহ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সদর থানার ওসি আহসান হাবিব জানান, গত বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে কিছু দালাল সাধারণ রোগীদের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর জন্য দালালী করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে রোগীদের সাথে দালালী করার সময় মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী নুর ইসলামকে আটক করে থানায় নেন।