মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর অ্যাম্বিশান এডুকেশন সেন্টারের উদ্যোগে অ্যাম্বিশান কাপ টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আশরাফপুর স্কুলমাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুদ্দীন। উদ্বোধনী খেলায় নাইন কিং চ্যালেঞ্জার ৯ রানে জয় লাভ করেছে।
উদ্বোধনী খেলায় প্রথমে টস জিতে অ্যাক্সিলেন্ট এইট স্টার প্রতিপক্ষ নাইন কিং চ্যালেঞ্জারকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। নাইন কিং চ্যালেঞ্জার নির্ধারিত ১২ ওভারের খেলায় ৪ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিমুল সর্বোচ্চ ২৫ রান করেন। অ্যাক্সিলেন্ট এইট স্টারের পক্ষে অলিয়ার ও সাইফুল ২টি করে উইকেট লাভ করে। জয়ের লক্ষে খেলতে নেমে অ্যাক্সিলেন্ট এইট স্টার ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহাবুবুল ২২ রান করে। নাইন কিং চ্যালেঞ্জারের সজিব ৩টি ও শিমুল ২টি উইকেট লাভ করে। বিজয়ী দলের শিমুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় ধারাভাষ্য দেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন। মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মনরুদ্দিন, আজিমউদ্দীনসহ এলাকার বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।