স্টাফ রিপোর্টার: আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের নেতাদের ওপর হামলা চালিয়ে বিদেশিদের সহানুভূতি নিতে চায়। এর প্রমাণ হলো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা। তিনি বলেন, বিএনপি অবরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে। গতকাল শুক্রবার বিকেলে আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, সহিংসতা বন্ধ না করে বিএনপি বিদেশি বন্ধুদের কাছে যতোই ধরনা দিক, তাদের সমর্থন পাবে না। বিজিবি প্রধানের বক্তব্যকে বিএনপি বিকৃত করছে মন্তব্য করেন তিনি বলেন, এ থেকে বোঝা যায় তারা সন্ত্রাসের সাথে জড়িত। নাশকতাকারীরা যদি আওয়ামী লীগেরও লোক হয়, তার বিরুদ্ধে বিজিবি ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।