স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কলোনির দু ভাই রনি ও জনিসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতপরশু রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে। গতকাল তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ বলেছে, গত ১৩ জানুয়ারি বিকেলে কলোনিপাড়ার রাস্তায় মোটরসাইকেল থামিয়ে পার্শ্ববর্তী ফার্মপাড়ার মোবারক হোসেনের ছেলে কীটনাশক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ মোশারফ হোসেন মোশাকে কুপিয়ে জখম করে। এ বিষয়ে সদর থানায় মামলা করা হয়। এ মামলার আসামি কলোনিপাড়ার শুকুরের দু ছেলে রনি ও জনি এবং একই পাড়ার ফকিরের ছেলে জামাল। পরশু রাতে সদর থানার ওসি তদন্ত কামরুজ্জামান, সদর থানার সেকেন্ড অফিসার আমির আব্বাস, এসআই জাসনুন, টিএসআই আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে তিন আসামি গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।