দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

আবারো তোফাজ্জেল সভাপতি মিকা সাধারণ সম্পাদক নির্বাচিত

 

দর্শনা অফিস: শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আবারো সভাপতি পদে তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবির হোসেন মিকা। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনা ডিএস সিনিয়র ফাজিল মাদরাসা ভোটকেন্দ্রে গোপন ব্যালোটের মাধ্যমে বাজারের ৯শ ৯৩ ভোটের মধ্যে ৯শ ৫৪ ভোট পোল হয়েছে। বাতিল হয়েছে ৬২ জনের ভোট। এ নির্বাচনে সভাপতি পদে তোফাজ্জেল হোসেন (ছাতা) প্রতীকে ৫শ ৯৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক (বাইসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩শ ২৭ ভোট। সহসভাপতি পদে আনোয়ার হোসেন রতন (বালতি) প্রতীকে ৪শ ৯৮ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম (আনারস) প্রতীকে পেয়েছেন ৪শ ৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবির হোসেন মিকা (পাখা) প্রতীকে ৫শ ৯৮ ভোট পেয়ে আবারো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম চঞ্চল (চেয়ার) প্রতীকে ১শ ৭৬ ও সেলিম মেহমুদ লিটন (মই) প্রতীকে পেয়েছেন ১শ ৪৭ ভোট। সহসাধারণ সম্পাদক পদে আবুল বাসার (কেটলী) প্রতীকে ৩শ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রহমান বাবু (তালাচাবী) প্রতীকে ২শ ১৩, শামসুল ইসলাম (মাছ) প্রতীকে ১শ ৪৪, রিফাত খান রবি (প্রজাপতি) প্রতীকে ১শ ৩৯, আব্দুল কাইয়ুম (কলস) প্রতীকে ৭৭ ও হারুন অর রশিদ দেলোয়ার (মোরগ) প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোখলেসুর রহমান আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দফতর সম্পাদক পদে মিজানুর রহমান (দেয়ালঘড়ি) প্রতীকে ৫শ ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন (হারিকেন) প্রতীকে পেয়েছেন ৪শ ২৪ ভোট।

DARSANA PIC- (2)

এছাড়া ৭টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডে যারা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, ৪নং ওয়ার্ডে জামাল উদ্দিন, ৫নং ওয়ার্ডে মোজাম্মেল হক বাবু, ৬নং ওয়ার্ডে হাফিজুর রহমান ও ৭নং ওয়ার্ডে হাবীব শিকদার। ১, ২ ও ৩নং ওয়ার্ডে ভোটগ্রহণ করা হয়েছে। ১নং ওয়ার্ডে শরীফ হোসেন (ডাব) প্রতীকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তারুল জোয়ার্দ্দার (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ৪২ ও ফরজ আলী (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ২৮ ভোট। ২নং ওয়ার্ডে আব্দুল আলীম (টেবিল) প্রতীকে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। ৩নং ওয়ার্ডে আব্দুল করিম (আম) প্রতীকে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন (চশমা) প্রতীকে পেয়েছেন ৬০ ভোট। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন হাজি আজির বকস, অন্যান্যদের মধ্যে রয়েছেন, হাজি আকমত আলী, হাজি জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম উলুম, হাজি হারুন অর রশিদ, অ্যাড. আফতাব উদ্দিন, গোলাম ফারুক আরিফ ও সাংবাদিক হানিফ মণ্ডল। নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, সাবেক মেয়র মতিয়ার রহমান, আ.লীগ নেতা আলী মুনসুর বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।