ঝিনাইদহে অবরোধে চলাকালে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। গতকাল শুক্রবার সকালে জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে শহরের আরাপপুর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এদিকে নাশকতার আশঙ্কায় বিভিন্ন উপজেলা থেকে ৫ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে হরিণাকুণ্ডুতে ৪ জামায়াত এবং সদর উপজেলায় এক বিএনপি কর্মীকে আটক করা হয়।