জাতীয় স্কুল ক্রিকেট লিগে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৭১ রানে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় টসজিতে প্রথমে ফিল্ডিঙের সিদ্ধান্ত নেয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩৫ ওভারের খেলায় ৩৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাকিব সর্বচ্চ ৩৩ রান করেন। পরাজিত দলের পক্ষে সাব্বির, আকিব, শিপন ও সবুজ দুটি করে উইকেট লাভ করে। ১৬৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানজিল সর্বোচ্চ ২৪ রান সংগ্রহ করেন। বিজয়ী দলের পক্ষে সাদাত মাহমুদ ও অভি ৪টি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের সাকিব ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এবারের লিগে জেলার ৮টি বিদ্যালয় অংশ নিচ্ছে। আগামী ২৯ জানুয়ারি লেগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।