আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে কপোত-কপোতি আটক

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামবাসী একটি ঘরের মধ্য থেকে আপত্তিকর অবস্থায় কপোত-কপোতি আটক করেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গার গড়গড়ি গ্রামের সহিদুলের ছেলে শফিকুর (২৫) ও রোয়াকুলি গ্রামের জয়নালের মেয়ে স্বামী পরিত্যক্তা ফরিদা (২০) নিজ বাড়ির একটি কক্ষে অবৈধকাজে মিলিত হয়। এ সময় বেরসিক জনতা তাদের ঘরের মধ্যে আটক করে। ফরিদা জানায়, প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমসম্পর্ক রয়েছে। গতকাল সন্ধ্যায় শফিকুর দেখা করতে এলে তাদের আটক করে গ্রামবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিয়ের আয়োজন চলছিলো।