স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার টার দিকে শহরের সাহিত্য পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলি বের হয়ে কোর্টমোড়ে পৌছালে পুলিশের বাধার মুখে পড়ে পুনরায় সাহিত্য পরিষদ প্রাঙ্গনে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জানা গেছে, সমাবেশে চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহ্বায়ক মুহা অহিদুল ইসলাম বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামির আমির আনোয়ারুল হক মালিক, সেক্রেটারি রুহুল আমিন, জেলা বিএনপি নেতা এম জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি এমএম শাজাহান মুকুল, ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাজিব খান, শাজাহান খান, মোমিনুর রহমান মোমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সারা দেশের মানুষ আজ এই অবৈধ সরকারের বিরুদ্ধে যখন ফুঁসে উঠেছে তখনই মামলা দিয়ে নেতাকর্মী গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। তিনি বলেন, মামলা দিয়ে নির্যাতন করে খমতায় চিরদিন থাকা যাবে না।