ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক উপজেলা বিএনপির সভাপতি ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শহিদুল ইসলাম মাস্টরকে অসুস্থ অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আলহাজ শহিদুল ইসলাম মাস্টার হঠাত ডাইরিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তিনি ভর্তি হয়েছেন। তাছাড়া তিনি বেশ কিছু দিন ধরেই অসুস্থ রয়েছেন। এ সংবাদ পেয়ে দলের নেতাকর্মীরা শুক্রবার সকাল থেকেই আলহাজ শহিদুল ইসলামকে হাসপাতালে দেখতে যান।