দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৫ বোতল ফেনসিডিলসহ লালন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এএআই রাশিদুল হাসান ও এএসআই নিয়ামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা যাত্রীছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করে। সে পাংশা রাজবাড়ীর হোসেনপুর গ্রামের আজাহার আলীর ছেলে। এ ঘটনায় এএআই রাশিদুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।