মাথাভাঙ্গা মনিটর: মহাকাশ থেকে ইন্টারনেট বিমের মাধ্যমে ৩০০ কোটি মানুষের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন বিশেষজ্ঞরা। মহাকাশের কৃত্রিম উপগ্রহ থেকে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা দেয়ার একটি প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। তাদের দাবি এতে সাশ্রয়ী খরচে বিশ্বের মানুষকে ইন্টারনেট সুবিধা দেয়া সম্ভব। এ জন্য প্রায় ৬৪৮টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্র“প এবং মার্কিন চিফ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। উপগ্রহ পাঠানোর জন্য মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ভার্জিন বিশেষ লাঞ্চার যান তৈরি করছে। ভার্জিন গ্যালাকটিকের প্রধান নির্বাহী রিচার্ড ব্র্যানসন বলেন, ‘আমাদের প্রচেষ্টা সফল হলে যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ দেয়া অসম্ভব বলে মনে করা হতো, সেই ৩০০ কোটি মানুষের কাছেও পৌঁছে যাবে ইন্টারনেট।