মেহেরপুর জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সংবর্ধনা প্রদান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা বাস্তুহারা লীগের কমিটি গঠন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী বাস্তুহারা লীগের পক্ষ থেকে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুলকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর হোটেল বাজার শাহ আলম মার্কেটে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী বাস্তুহারালীগের সভাপতি মো. শামসুল ইসলাম মিঠু। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলী, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। মেহেরপুর সদর উপজেলা আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক এস.এম রাসেল, শহর সভাপতি জামান আজিজ বেল্টু, সাধারণ সম্পাদক নাসির, সহসভাপতি মানিক, যুগ্মসম্পাদক শামিম খন্দকার, প্রচার সম্পাদক মতিন, দফতর সম্পাদক নান্নু, আমদহ ইউনয়নের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক বিপ্লব, বুড়িপোতা ইউনিয়নের সভাপতি শহিদ, সাধারণ সম্পাদক মো. জনি প্রমুখ উপস্থিত ছিলেন।