মুজিবনগরে গৌরীনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ৩

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামে ভাইয়ের হামলায় ভাই ভাবী ও ভায়ের মেয়েসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- কাশেদ (৪০), স্ত্রী ফুললারা (৩৫) ও মেয়ে রেখা (২০)। তাদেরকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গৌরীনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলেদের মধ্যে বাড়ির জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে কথা কাটাটির এক পর্যায়ে মৃত রমজান আলীর বড় ছেলে আছেদ (৪৫) ও ছোট ভাই দলু (৩০) লাঠিসোঁটা নিয়ে সদ্য বিদেশ থেকে বাড়িতে আসা ছোটভাই কাশেদ (৪০), স্ত্রী ফুললারা (৩৫) ও মেয়ে রেখাকে (২০) পিটিয়ে যখম করে।