মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার কুয়ালালামপুরে গতকাল বৃহস্পতিবার ভোরে পর্যটক বহনকারী একটি বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছে ২২ জন। বাস উল্টে এতে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানানো হয়। সূত্র জানায়, রাস্তায় একটি গাড়ির চাকা পড়ে ছিলো। সেটাকে চালক পাশ কাটাতে চাইলে বাসটি গিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। দু যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের দেয়া তথ্য উল্লেখ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে জানানো হয়, বাসের সব যাত্রী মালয়েশিয়ার নাগরিক। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।