মাথাভাঙ্গা মনিটর: ফের বিস্ফোরক তসলিমা। মুসলিম সমাজের প্রতি পশ্চিমী দুনিয়ার দ্বিমুখি নীতির বিরুদ্ধে সুর চড়ালেন এ বিতর্কিত লেখিকা। অভিযোগের আঙুল উঁচিয়ে তিনি বলেন, মালালার মতো নরমপন্থিদের পছন্দ করে পশ্চিমী দুনিয়া। আমার মতো নাস্তিক কিংবা উদারপন্থিদের নয়। গতকাল বৃহস্পতিবার ট্যুইট করে তসলিমা নাসরিন বলেন, ইসলামের সমালোচনা করলেই আপনাকে সমস্যায় পড়তে হবে। কট্টরপন্থি মুসলিম সন্ত্রাসীরা আপনাকে এসে খুন করবে। রক্ষণশীল সরকার জেলে পুরবে। আর তখন আপনার থেকে নিজেদের সরিয়ে নেবে স্বাধীনচেতা পশ্চিমী দুনিয়া। তার দাবি, পশ্চিমী দুনিয়া নরমপন্থি মুসলিমদের পছন্দ করে। নাস্তিকদের নয়। ইসলামের সমালোচনা করলে প্রতিটি পদক্ষেপে সমস্যায় পড়তে হবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখানেই যাও না কেন। সর্বত্রই উপেক্ষিত ও লাঞ্ছিত হতে হবে। নিজের ক্ষোভ উগরে দিয়ে তসলিমা বলেন, পাশ্চাত্যের মানুষ নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে মাথায় বসিয়ে রেখেছে। অথচ রক্ষণশীলতার বিরুদ্ধে কলম ধরে দেশছাড়া হতে হয়েছে তাকেও। আসলে এখন পশ্চিমাদের কাছে তসলিমার কোনো গুরুত্ব নেই। তাকে ব্যবহার করে ছুড়ে ফেলেছে। সম্ভবত এ কারণেই তার এ রাগ।