স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার হোটেল রেডিসনে বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে সরিয়ে দেয়া হয় আকরাম খানকে। বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে সিসিডিএমে আজম নাসিরউদ্দিনের পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে গাজী গোলাম মর্তুজাকে। গ্রাউন্ড অপারেশন্স কমিটিতে লোকমান হোসেন ভূইয়ার পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে হানিফ ভূইয়াকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই আভাস দিয়েছিলেন বিসিবির গুরুতপূর্ণ পদে রদবদল হতে পারে। তারই ধারাবাহিকতায় ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে আকরাম খানকে। ফলে অনেকটা অভিমানেই বিসিবির বোর্ড সভায় উপস্থিত হননি আকরাম খান।