স্টাফ রিপোর্টার: দুর্নীতির দু মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ২৯ জানুয়ারি। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারে তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত খালেদা জিয়ার সময়ের আবেদন নাকোচ করে তার অনুপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ শুরু করায়বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন তার আইনজীবীরা। বিএনপির টানা অবরোধ ও হরতালের মধ্যে গতকাল বৃহস্পতিবার দু মামলায় খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিলো। গুলশান কার্যালয়ে অবরুদ্ধতার ও নিরাপত্তার কারণ দেখিয়ে খালেদা জিয়া আদালতে অনুপস্থিতির জন্য আবেদন জানান। এছাড়া সাক্ষ্যগ্রহণ মুলতবির জন্যও আবেদন করা হয়। এর মধ্যে সময়ের আবেদন নামঞ্জুর করে বিচারিক কার্যক্রম শুরু করেন আদালত। এ নিয়ে আদালতে আইনজীবীদের মধ্যে হইচই শুরু হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর আবারো সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা বিচারকের প্রতি অনাস্থা ঘোষণা করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৭ জানুয়ারি এ আদালতে খালেদার অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।