আলাউদ্দিন সভাপতি স্বরূপ সাধারণ সম্পাদক নির্বাচিত
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলায় দশমী গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ডিজিএম শান্তিপাড়ার প্রধান শিক্ষক আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ধান্যঘরা সপ্রাবি প্রধান শিক্ষক স্বরুপ দাস নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর তিনটায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১১৫ জন ভোটারের মধ্যে ৯৫ জন্য ভোটধিকার প্রয়োগ করেন। এতে ধান্যঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ দাস ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ ২৮ ভোট এবং খলিশাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন ১৭ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে হাসানুল আলম, সহসভাপতি পদে ৩ জন কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, রেজানুর রহমান, সহসম্পাদক পদে খন্দকার আফরোজ্জামান ও আকবর আলী, সিনিয়ার সহসম্পাদক খুরশিদা খানম, সহসম্পাদক নাসিমা খাতুন এবং সাংগাঠনিক সম্পাদক পদে ইয়াছ নবী, দপ্তর সম্পাদক জান মোহাম্মদ, অর্থবিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন, সহঅর্থসম্পাদক নারায়ণ চন্দ্র পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।