দামুড়হুদায় প্রাথমিক শিক্ষাসপ্তাহ উপলক্ষে ৱ্যালি শিক্ষামেলা আলোচনাসভা ও সংবর্ধনা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ উদযাপন উপলক্ষে ৱ্যালি, শিক্ষামেলা, আলোচনাসভা ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বর্ণাঢ্য শিক্ষাৱ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামেলা অনুষ্ঠিত হয়। শিক্ষামেলায় দামুড়হুদা সদর ক্লাস্টার ১ম স্থান, পূর্বরামনগর ক্লাস্টার ২য় ও কলাবাড়ি ক্লাস্টার ৩য় স্থান লাভ করে। শিক্ষামেলা শেষে বিকেল ৪টার দিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার নূরজাহানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম, সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন, হুমায়ন কবির, আফাজ উদ্দিন, আবিদ আজাদ, শিক্ষক আলাউদ্দিন, আরতী হালসনা প্রমুখ। আলোচনা শেষে ২০১৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার তাসকীর আহম্মেদ।