স্টাফ রিপোর্টার: আগামী পরিকল্পনা ও সমিতির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির কার্যকরী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা কলেজ রোডের সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ইসলামিক টিভির প্রতিনিধি অ্যাড. শরীফ উদ্দীন হাসুর সভাপতিত্বে কার্যকরী কমিটির নির্ধারিত বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক দৈনিক খবর পত্রের প্রতিনিধি ডা. শাহার আলী, সহসভাপতি এনটিভির প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য একাত্তর ও রাইজিংবিডির প্রতিনিধি এমএ মামুন, সাংবাদিক মাহফুজ মামুন প্রমুখ।