মাথাভাঙ্গা মনিটর: চীনের সিনঝিয়াং প্রদেশের রাজধানী উরুমছিতে জনসম্মুখে বোরখা পরা নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। চীনের এ প্রদেশটিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের বাস। মৌলবাদের প্রসার ঠেকাতেই এ অঞ্চলে বোরখা নিষিদ্ধ করা হলো বলে জানানো হয়েছে প্রকাশিত প্রতিবেদনে। সিনঝিয়াংয়ে বাস করে মুসলিম উইঘুর সম্প্রদায়, যাদের পূর্বসূরীরা মূলত পাকিস্তান, আফগানিস্তান এবং কাজাখাস্তান থেকে এসেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, বোরখা উইঘুর নারীদের ঐতিহ্যগত কোনো পোশাক নয় এবং তা বেলজিয়াম এবং ফ্রান্সের মতো দেশগুলোতেও নিষিদ্ধ। সম্প্রতি চীনে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। যেগুলোকে ইসলামিক সন্ত্রাস আখ্যা দিয়েছে বেইজিং। কয়েকজন চীনা বিশেষজ্ঞও বলেছেন, এ সহিংসতা মূলত উইঘুর এবং হান চাইনিজদের মধ্যকার জাতিগত উত্তেজনার কারণে ঘটেছে। গত বছরই মে মাসে উরুমছিতে সহিংসতায় ৩১ জন নিহত হয়।