কুড়ুলগাছিতে সালেকিন স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টে তারিক-নোয়াজ জুটি চ্যাম্পিয়ন

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে সালেকিন মেম্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ধান্যঘরা গ্রামের তারিক-নোয়াজ জুটি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় কুড়ুলগাছি পশ্চিমপাড়ামাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টনে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি আ.লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক শাহ এনামুল করিম ইনু পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন দর্শনা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসমত আলী, কমিটির সভাপতি আশা। এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন, খোকন, নজরুল ইসলাম, বেল্টু, সামাদ। খেলায় রাসেল-রুবেল জুটিকে হারিয়ে তারিক-নোয়াজ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।