কার্পাসডাঙ্গা ফকরিখালী ব্রিজ নির্মাণকাজে কচ্ছপগতি : দুর্ভোগের শিকার জনসাধারণ

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মুজিবনগর ব্যস্ততম সড়কে ফকরিখালী ব্রিজ নির্মাণে চলছে কচ্ছপগতি। ফলে ব্যস্ত এ সড়কে যানবাহন পারাপার এবং পথচারীদের চলাফেরায় ঘটছে বিঘœ। শিকার হতে হচ্ছে চরম দুর্ভোগের।

এলাকাবাসী অভিযোগ করে বলেছে, মুজিবনগর ও মেহেরপুরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম মুজিবনগর সড়ক। প্রায় ৪/৫ মাস আগে এ সড়কের ফকরিখালী নামক স্থানে শুরু হয় ব্রিজ নির্মাণের কাজ। বিকল্প কোনো রাস্তা না থাকায় চরম বিপদে পড়তে হচ্ছে পথচারীদের। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। জনদুর্ভোগ লাঘবে ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।