স্টাফ রিপোর্টার: স্কুলে ভর্তি হতে না পারায় বিষপানে আত্মহত্যা অপচেষ্টা চালিয়েছে দামুড়হুদার সুলতানপুর গ্রামের ৯ম শ্রেণির ছাত্রী জলি খাতুন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
জলির শয্যাপাশে থাকা লোকজন জানিয়েছে, চুয়াডাঙ্গা দামুড়হুদা সুলতানপুর গ্রামের শাহ আলম দিনমজুর। দিন আনেন দিন খান। মেয়ে জলি এবার জেএসজি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। জলিকে টাকার অভাবে তার পিতা স্কুলে ভর্তি করাতে পারেননি। জলি পড়াশোনা করতে চায়। কিন্তু অভাবের সংসারে লেখাপড়া করানো সম্ভব হচ্ছে না। এতে সে অভিমান করে আত্মহত্যার অপচেষ্টা চালায়।