৪৯ জন বিশিষ্ট নাগরিককে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

 

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ঘিরে ট্রাইব্যুনালের দেয়া রায় নিয়ে বিবৃতি প্রদানকারী ৪৯ জন বিশিষ্ট নাগরিককে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২৭ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিকসহ দেশের ৪৯ জনকে ট্রাইব্যুনালে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। গত বছরের ২ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে ব্রিটেনের নাগরিক সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল। অনাদায়ে তাকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে তাকে এদিন ট্রাইব্যুনালের কার্যক্রম চলা পর্যন্ত এজলাস কক্ষে বসে থাকারও দণ্ড দেয়া হয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। রায়ের পর সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিকসহ দেশের ৪৯ জন বিবৃতি দেন।