স্টাফ রিপোর্টার: বয়সের মাপকাঠিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের ১৪টি দলের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের গড় বয়স সবচেয়ে কম। মাশরাফি বিন মর্তুজার দলের ক্রিকেটারদের গড় বয়স ২৫ বছর। ইএসপিএন ক্রিকইনফোর পরিসংখ্যান অনুযায়ী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের পর সবচেয়ে কম গড় বয়স আফগানিস্তানের ক্রিকেটারদের (২৫.০৫)। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের গড় বয়স সবচেয়ে বেশি, ৩২.৪৮ বছর। সংযুক্ত আরব আমিরাত ছাড়া তিরিশের বেশি গড় বয়স আছে কেবল গত দু বিশ্বকাপের রানারআপ শ্রীলঙ্কার ক্রিকেটারদের (৩১.০৭)। আর সব মিলিয়ে বিশ্বকাপের খেলোয়াড়দের গড় বয়স ২৮.৪। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা আফগানিস্তানের ১৮ বছরের উসমান গনি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। এ ডানহাতি ব্যাটসম্যানের জন্ম ২০ নভেম্বরে ১৯৮৬।
এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে থাকছেন দুজন। সংযুক্ত আরব আমিরাতের খুররম খান ও মোহাম্মদ তৌকির-এ দুজনেরই জন্ম ২১ জুন, ১৯৭১। তার মানে, বিশ্বকাপ তারা শুরু করছেন ৪৩ বছরের চেয়ে বেশি বয়স নিয়ে। খুররম ও তৌকির ছাড়া এবারের বিশ্বকাপে চল্লিশের ওপর বয়স আছে কেবল পাকিস্তানের।