দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ঝন্টু (৩০) নামের এক গাঁজা সেবনকারীকে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বুধবার দুপুর ১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক এসআই মিলন কুমার মুখার্জী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দর্শনা কাঁচাবাজার থেকে তাকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই গাঁজা সেবনকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। আটক গাঁজাসেবনকারী জরিমানার টাকা নগদে পরিশোধ করতে না পারায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। সে উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের আ. সালামের ছেলে।