জীবননগর বেনীপুরের পিন্টু ফেনসিডিলসহ আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭১ বোতল ফেনসিডিলসহ পিন্টু মণ্ডল নামের এক যুবককে আটক করেছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর বেনীপুর বিলের মাঠ নামকস্থান থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি যৌথভাবে বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বিলের মাঠে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বেনীপুর গ্রামের মৃত ইলাহী মণ্ডলের ছেলে পিন্টু মণ্ডলকে ৭১ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে মামলাসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সূত্র জানিয়েছে।