মাথাভাঙ্গা মনিটর: পূর্ব ইউক্রেইনে একটি যাত্রীবাহী বাস প্রবল গোলাবর্ষণের শিকার হলে বাসটির ১১ যাত্রী নিহত হন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দোনেৎস্ক শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর প্রবল লড়াইয়ের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। ইউক্রেইনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো যাত্রীবাহী বাসে হামলার নিন্দা জানিয়ে একে বুক হিম করে দেয়া কাণ্ড বলে মন্তব্য করেছেন। এ হামলার জন্য তিনি দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে গোলার আঘাতে বাসটির এখানে-সেখানে ছিদ্র হয়ে হয়ে আছে, বাসটির সিটগুলোতেও গুলির দাগ। নিকটবর্তী শহর ভোলনোভাখার দিকে যেতে রাস্তায় একটি দীর্ঘ ধারায় রক্তের দাগ লেগে আছে। বেসামরিকদের বহন করে একটি সরকারি তল্লাশি চৌকির দিকে যাওয়ার সময় বাসটি বিদ্রোহীদের গ্রাড রকেট হামলার শিকার হয় বলে জানিয়েছেন একজন আঞ্চলিক ইউক্রেইনীয় প্রশাসক। বিদ্রোহীরা হামলার দায় অস্বীকার করে বলেছে, বাসটি ক্ষেপণাস্ত্র বা গোলার শিকার হয়নি, বরং হাল্কা অস্ত্রের গুলিবর্ষণের শিকার হয়েছে।