মাথাভাঙ্গা মনিটর: ভারতে এক সরকারি কর্মকর্তা ২৪ বছর ধরে অসুস্থতাজনিত ছুটি কাটানোর পর সরকার শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করেছে। ১৯৮০ সালে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন একে ভার্মা। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে ১৯৯০ সালে অসুস্থতাজনিত ছুটিতে যান। এরপর আর অফিসে ফিরে আসেননি তিনি। এ দীর্ঘ ছুটি নিয়ে কেন্দ্র সরকার ১৯৯২ সালে একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তাকে সরকারি চাকরি থেকে ছাঁটাই করা হবে কি-না, সেই প্রক্রিয়া শুরু হয় ২০০৭ সালে। আর তাকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্তটি নিতে গণপূর্ত বিভাগের সময় লাগে আরো সাত বছর। এপুরো সময়টিতে মি. ভার্মাকে বেতন দেয়া হয়েছে কি-না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। গত আগস্ট মাসে মধ্যপ্রদেশের এক সরকারি স্কুল শিক্ষিকাকে ছাঁটাই করা হয়। তার ২৪ বছরের চাকরি জীবনে তিনি ২৩ বছরই ছুটিতে ছিলেন।