১২শ মুরগি ভস্মীভূত ৫ লাখ টাকার ক্ষতি : দু খামারি সর্বস্বান্ত

দামুড়হুদার উত্তর চাঁদপুরে দুটি পোল্ট্রি মুরগি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে গত সোমবার গভীর রাতে দেলোয়ার হোসেন ও তোফাজ্জেল হোসেনের মুরগির খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দু খামারে থাকা ১ হাজার ২শ মুরগি ভস্মীভূত হয়ে যায়। পরে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

জানা গেছে, উত্তর চাঁদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন ও একই গ্রামের কটার ছেলে তোফাজ্জেল হোসেন পোল্ট্রি মুরগির খামার গড়ে তুলে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে আসছিলেন। সোমবার রাত ৩টার দিকে হঠাত করে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি অবস্থিত দুটি খামারে আগুন ধরে যায়। খড়ের ছাউনি হওয়ায় অল্প সময়ের মধ্যেই দু খামারে থাকা ১ হাজার ২শ মুরগি ও খামারঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গ্রামবাসী ফায়ার সার্ভিসে খবর দিলেও তাদের পৌঁছুনোর আগেই সব শেষ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় দু খামারি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।