শার্লি হেবদোতে আবার নবীর ব্যাঙ্গাত্মক কার্টুন

 

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি হেবদো আবার হযরত মোহাম্মদকে (স.) নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন এঁকেছে। ইতোমধ্যেই শার্লি হেবদোর প্রচ্ছদের কপি ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে দেখানো হয়েছে, তিনি আমিই শার্লি নামের একটি সাইনবোর্ড হাতে ধরে আছেন। আর এ কার্টুনের ওপর লেখা রয়েছে সব ক্ষমা করা হলো। গত সপ্তায় প্যারিসে উগ্র ইসলামপন্থিদের হাতে এ পত্রিকার ১২ জন সাংবাদিক নিহত হওয়ার পর সাময়িকীটি বুধবার আবার প্রকাশিত হচ্ছে। শার্লি হেবদো কর্মকর্তারা বলছেন, তারা আগামী সংখ্যার মোট ৩০ লাখ কপি ছাপাচ্ছেন। এমনিতে প্রতি সপ্তায় পত্রিকাটি ৬০ হাজার কপি ছাপিয়ে থাকে। যেসব সাংবাদিক ওই হামলার পর প্রাণে বেঁচে আছেন তারা দৈনিক লিবারেসিঁও পত্রিকার অফিসে বসে তাদের কাজকর্ম করছেন। শার্লি হেবদোর পক্ষে কৌঁসুলি রিচার্ড মালকা বলছেন, আমরা হেরে যাবোনা। আমি শার্লি স্লোগানের অর্থ হলো এমনকি ধর্মের বিরুদ্ধে কথা বলার অধিকার।