বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারের পল্লি চিকিৎসক আসাদুল ইসলাম বাবলু (৫২) আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বারাদী বাজারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাটকেলপোতা গ্রামের আক্কাস আলীর ছেলে।
জানা গেছে, বারাদী বাজারে দীর্ঘদিন ধরে পল্লি চিকিৎসক হিসেবে রোগীদের সেবা দিয়েছেন বাবুল। গতকাল সন্ধ্যায় বাজারে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।