বাড়ির লোকজনকে বেঁধে ৫টি বাড়িতে ডাকাতি : বোমা বিস্ফোরণ

মেহেরপুরের রাজনগরে দীর্ঘ সময় ধরে ডাকাতদলের তাণ্ডব : নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট

 

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের ৫টি বাড়িতে গত সোমবার গভীর রাতে ডাকাতি সংঘঠিত হয়েছে। অস্ত্রধারী ডাকাতদল বাড়ির লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, সোনার গয়নাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় ২টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

ভুক্তভোগীসূত্রে জানা গেছে, রাত ১টার দিকে একদল সশস্ত্র ডাকাত রাজনগর গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এরপর হাকিমের ভাই সাকিবের বাড়িতে হানা দেয়। পরে শফি ও তার ভাই সাফি এবং মাফির বাড়িতে হানা দিয়ে একই কায়দায় টাকা, মোবাইল সেট ও মালামাল লুটে নেয়। ডাকাতি শেষে স্থান ত্যাগ করার সময় হাকিমের বাড়ির সামনে ফাঁকা জায়গায় দুটি বোমার বিস্ফোরণ ঘটায় ডাকাতদলের সদস্যরা। খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহবান হাবীব। বিস্ফোরিত বোমার কোনো আলামত পাওয়ার যায়নি বলে জানান ওসি।