খবর:(দামুড়হুদায় বাল্যবিয়ে : বরসহ দু ঘটকের কারাদণ্ড)
ঘটক মশাই গোশতো খাবেন
কাজি পাবেন টাকা,
মোড়ল বাবুর পাতে যাবে
ইলিশ মাছের চাকা।
খাসির মাথা রসের থালায়
বলেন নতুন জামাই,
একটা নতুন মোটরবাইক
দিতেই হবে আমায়।
কনের মুখে শুকনো হাসি
ভাঙবে কি ছাই ঘর,
গিলটি কারা ঘটক কাজি
মোড়ল-মাতুব্বর।
Ñআহাদ আলী মোল্লা