জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ফল প্রকাশ

 

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের স্নাতক শ্রেণির চতুর্থ বর্ষের পরীক্ষার ফল বুধবার প্রকাশ হয়েছে। গত ১১ নভেম্বর এর লিখিত ও ২৪ ডিসেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্নাতক শ্রেণির ২৭টি বিষয়ের পরীক্ষায় সারাদেশে ২০৫টি কলেজের এক লাখ ৩০ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এছাড়া তৃতীয় বর্ষের মান উন্নয়ন পরীক্ষার ফল আগামী দু সপ্তার মধ্যে প্রকাশ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত ফল www.nu.edu.bdwww.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে।  মোবাইলে ফলের জন্য Message অপশনে গিয়ে nu<space>h4 <space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।