ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মুজিবনগর সড়কে মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংর্ঘষ আহত হয়েছে ৫ জন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে।
জানা গেছে,কার্পাসডাঙ্গা-মুজিবনগর মহাসড়ক মিশন নামক স্থানে মোটরসাইকেলযোগে আটকবরথেকেকার্পাসডাঙ্গায় আসছিলো। এ সময় মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণহারিয়ে নসিমনের সাথে ধাক্কা মারে এতে গুরতর আহত হন৫ জন। তারা হলেন-দামুড়হুদার জয়রামপুর গ্রামের আ.সাত্তারের ছেলে মোটরসাইকেলচালক দুলাল হোসেন, একই উপজেলার পীরপুরকুল্লা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রীময়না খাতুন, তার ছেলে আ.রহমান, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সলেমান আলীর ছেলে নসিমনচালক রতন ও একই গ্রামের দীন মোহাম্মদ আলীর ছেলে রিপন। এদের মধ্য মোটরসাইকেলচালক দুলাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।