জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: নকল গোল্ডলিফ সিগারেট বাজারজাত করার অভিযোগে জীবননগরে নকল সিগারেট কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ বিক্রয় প্রতিনিধিকে জরিমানাসহ সতর্ক করেন।
জানা গেছে, জীবননগর আন্দুলবাড়িয়া বাজারে নকল গোল্ডলিফ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সেজে অরজিনাল গোল্ডলিফ সিগারেট বলে বিক্রি করাকালে স্থানীয়দের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ নকল গোল্ডলিফ সিগারেট বিক্রির অপরাধে বিক্রয় প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করেন। জীবননগর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করে।