চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের অগ্রগতির সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিসেম্বর মাসের চার উপজেলার কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরাফুল আলম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম, জীবননগর ইউএফপিও গোলাম রসুল, মা ও মিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দিন ও ডা. শফিকুল ইসলাম দামুড়হুদার ইউএফপিও আব্দুল হান্নান, ডা. সউদ কবীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালমা জাহানসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।