জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতির হরতাল আহ্বানের পর জেলা বিএনপির আহ্বায়কসহ নেতৃবৃন্দের বিবৃতি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিএনপি ও তার অঙ্গ দলসমূহ আজ মঙ্গলবার চুয়াডাঙ্গায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কৃষকদলের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে ঢাকায় গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এ হরতালের ডাক দেয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় এ হরতালের ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম। এ সময় জানানো হয়, ৯০ দশকের গণআন্দোলনের রূপকার ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুর নামে কোনো অভিযোগ না থাকলেও ফ্যাসিস্ট সরকার একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে জনপ্রিয় এ নেতাকে গ্রেফতার করেছে। অবিলম্বে তার মুক্তি না দিলে চুয়াডাঙ্গা থেকেই কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। এ সময় জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজমুস সালেহীন লিটন, যুবদলের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম রতন, আবু জাফর মন্টু, রেজাউল করিম মুকুট, বদিউজ্জামান ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হরতালের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়।
অপরদিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলু এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খাঁন, খন্দকার আব্দুর জব্বার সোনা ও মজিবুল হক মালিক মজু আগামীকাল জেলাব্যাপি সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের জন্য সমগ্র জেলাবাসীকে আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি, দেশব্যাপি দলীয় নেতা-কর্মীদের ওপর অমানবিক নির্যাতন এবং গ্রেফতারের প্রতিবাদে এবং জেলাব্যাপি গ্রেফতারকৃত অসংখ্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখা মঙ্গলবার সমগ্র জেলাব্যাপি সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাতেও ২০ দলীয় জোটের অসংখ্য নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং অন্যান্য অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে যা এই সরকারের ফ্যাঁসিবাদী মনোভাবের বহির্প্রকাশ। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, দমন নিপীড়ন যতো বেশি হবে আন্দোলন ততোই তীব্রতর হবে।
অপরদিকে খুলনা বিভাগীয় তৃণমূল দলের সভাপতি চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বকর সিদ্দিক বকুল দুদুর গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ছাত্রদল নেতা রাজিবসহ সকল ছাত্রদল নেতার গ্রেফতারেরও নিন্দা জানান। সেইসাথে চুয়াডাঙ্গায় হরতাল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও তার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের প্রতিবাদে আলমডাঙ্গায় বিএনপি একাংশের আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত সভায় বিএনপি একাংশের পৌর সভাপতি ইসরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল কাউনাইন টিলু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কালিদাসপুর ইউনিয়ন সভাপতি আলী হোসেন, হারদী সভাপতি মহিনুল ইসলাম, বেলগাছি সভাপতি আমজাদ হোসেন, বিএনপি নেতা মহাবুল মেম্বার, একরামুল হক বুলু, সিতাব আলী, দাউদ মণ্ডল, হাফিজুর রহমান চমক, মহির উদ্দিন। জেলা ছাত্রদলের সদস্য শওকত ওসমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক ওহিদুল ইসলাম বাবু, নাসির উদ্দিন গোলাম হোসেন, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক জাহাঙ্গীর কবির মুকুল, ফারুক হোসেন, রোকনুজ্জামান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক বাকি বিল্লা, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জেডএম তৌফিক, সদস্য শফিকুল আজম ডালিম, রহিদুল ইসলাম রহিদ প্রমুখ। সভায় বক্তারা শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেইসাথে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালনে সকলকে আহ্বান করেন।