মেহেরপুর অফিস: মেহেরপুর শহরে বৈদ্যুতিক তার চুরির হিড়িক পড়েছে। দিনে কিংবা রাতে চুরি হচ্ছে বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সংযোগ তার। সোমবার রাতেও ৪টি বাড়ির তার চুরি হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মণ্ডলপাড়ার আব্দুল মজিদ, ঈদগাহপাড়ার তোফাজ্জেল হোসেন, সাহারুল ইসলাম ও দোলোয়ার হোসেনের বৈদ্যুতিক সংযোগ তার চুরির ঘটনা ঘটে। পিডিবির সংযোগ লাইন থেকে গ্রাহকের মিটার পর্যন্ত টানা সমস্ত তার ছিড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে রাত থেকেই বাড়িগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু ওই ৪টি বাড়ি নয় প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তার চুরিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।