স্টাফ রিপোর্টার: মেহেরপুরসহ দেশের ২২ জেলায় অতিরিক্ত বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন শুরু হয়েছে। ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির সহিংসতা রোধে এ পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে পর্যায়ক্রমে ৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের চাহিদা অনুযায়ী ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় অতিরিক্ত বিজিবি পাঠানো হয়েছে।
এছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের তিন ডজন কেন্দ্রীয় নেতাসহ সারাদেশে দু শতাধিক নেতাকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোটের এসব নেতাকে গ্রেফতারে তালিকা হাতে মাঠে নেমেছে। গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার কার্যালয়ে অবরুদ্ধ হওয়ার পর থেকেই এসব নেতা পলাতক রয়েছেন। চলমান আন্দোলনে সারাদেশে বিভিন্ন সহিংস ঘটনায় দায়ের হওয়া মামলায় এসব নেতা ইতোমধ্যেই আসামি হয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে চলছে রাষ্ট্রদ্রোহ মামলারও প্রস্তুতি। সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উল্লিখিত সব তথ্য।
সংশ্লিষ্টসূত্র জানায়, রাজধানীসহ স্পর্শকাতর জেলাগুলোতে বাড়তি সতর্কতার পাশাপাশি মোতায়েন করা হচ্ছে র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য। অস্থায়ী পুলিশ ফাঁড়ি ছাড়াও এসব জেলায় সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। আন্দোলনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত রাজধানী ঢাকাকে নিরাপদ রাখতেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রাজধানী ও আশপাশের জেলাগুলোতে সাঁড়াশি অভিযান ছাড়াও বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি।