মাথাভাঙ্গা মনিটর: মোজাম্বিকে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে দেশটির ঐতিহ্যবাহী বিয়ার পান করে ৬৯ জনের মৃত্যু হয়েছে। পানীয়টিতে কুমিরের পিত্তরস মেশানো ছিলো বলে ধারণা কর্তৃপক্ষের। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত রোববার রাতেই এ বিয়ার পানে ৫৬ জনের মৃত্যু এবং আরো ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করার খবর আসে। তারা টেটে প্রদেশের চিটিমা ও সনগো জেলার বাসিন্দা। জেলা স্বাস্থ্য কর্মকর্তা অ্যালেক্স আলবের্টিনি রেডিও মোজাম্বিককে বলেন, কি কারণে বা কিভাবে পানীয়টি বিষাক্ত হয়েছিল তা খতিয়ে দেখতে আরো ১৪৬ জনের রক্ত এবং বিয়ারের নমুনা পরীক্ষার জন্য রাজধানীতে পাঠানো হচ্ছে। শনিবারের একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ওই বিয়ার পান করেছিলেন বলে জানান তিনি। যারা ওই পানীয়টি সকালে পান করেছেন তারা কেউ অসুস্থ হননি। কিন্তু যারা বিকেলে পানীয়টি পান করেন তারা অসুস্থ হয়ে পড়েন। এ থেকে কর্তৃপক্ষ ধারণা করছে, অন্ত্যেষ্টিক্রিয়া চলার সময় কেউ ওই পানীয়তে বিষ মিশিয়েছে।