পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নিউ মার্কেটের পাশে ইমার্জেন্সি রোডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তিপাড়া ও পোস্ট অফিসপাড়া ব্যবসায়ীর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শফিয়ার রহমান। দোয়া পরিচালনা করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েত আল হাবিবি। উপস্থিত ছিলেন আবুল বাসার মুকুল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন টিপু সুলতান বাবু, মিজানুর রহমান মিজান, শফিউল আলম মানু, মতিয়ার রহমান, রাজু আহমেদ, সোহাগ, নাজমুল প্রমুখ।