স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ তিনজনকে মিরপুর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশে অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম সোমবার ওই তিনজনের জামিন আবেদন নাকচ করে তাদের রিমান্ডে পাঠান। দুদু ছাড়া অন্য আসামিরা হলেন-যুবদল নেতা রফিকুল ইসলাম লিটন ও শিবির নেতা মো. দিদার। মিরপুর থানার এসআই মনিরুজ্জানমান আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আর জামিন আবেদন করেন দুদুর আইনজীবী মোসলেহ উদ্দিন জসীম, মাসুদ আহমেদ তালুকদারসহ অন্যরা।
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে রোববার রাতে মিরপুর এলাকা থেকে দুদুকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, রোববার রাতে মিরপুরের রোকেয়া সরণীতে একটি বাসে নাশকতার জন্যে আগুন দেয়া হয়। এতে নেতৃত্বে দেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। নাশকতার জন্য দুষ্কৃতিকারীদের নিয়ে দুদু মিরপুর ১০ এর ঝুটপট্টির রাব্বানী হোটেলে গোপন বৈঠকও করেন। এসআই মাসুদ পারেভেজের দায়ের করা এ মামলার এজাহারে শামসুজ্জামান দুদুসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।